ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানের নাগাসাকি উপকূলে কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
জাপানের নাগাসাকি উপকূলে কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ৯

বিরূপ আবহাওয়ার কবলে পড়ে জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ‘জিনতিয়ান’ নামের জাহাজটি ডুবে যাওয়ার পর ১৩ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে।

এখনো নিখোঁজ রয়েছেন ৯ জন।

বুধবার (২৫ জানুয়ারি) জাপানের কোস্ট গার্ড এ তথ্য জানিয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়া একসঙ্গে এই উদ্ধার অভিযান চালাচ্ছে।

নিখোঁজদের সন্ধানে ব্যক্তিগত জাহাজসহ প্লেন ও উদ্ধারকারী জাহাজ তল্লাশি চালাচ্ছে। ছয় হাজার ৫৫১ টন ওজনের  জাহাজটি জাপানের নাগাসাকি উপকূলের কাছে ডুবে গেছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মঙ্গলবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে জাহাজটি থেকে সাহায্যের আবেদন জানানো হয়।

জাহাজটি দক্ষিণ-পশ্চিম জাপানের প্রত্যন্ত ও জনবসতিহীন ডাঞ্জো দ্বীপপুঞ্জের প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছিল। এতে ১৪ জন চীনা ও ৮ জন মিয়ানমারের নাগরিক ছিলেন।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।