ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদিকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র ‘ব্লক’ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
মোদিকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র ‘ব্লক’ করল ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র ভারতে ব্লক করার নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্যচিত্রের যেকোনো ক্লিপ শেয়ারেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।

 

ভারত সরকারের মুখপাত্র কাঞ্চন গুপ্ত শনিবার তাই টুইটার হ্যান্ডলে জানান, তথ্যপ্রযুক্তি আইনে এই তথ্যচিত্রের ক্লিপ ব্লক করার নির্দেশনা দেওয়া হয়েছে।
 
বিবিসি ভারতে এই তথ্যচিত্র প্রচার করেনি। তবে কিছু ইউটিউব চ্যানেল এই ভিডিও আপলোড করেছে বলেও জানান তিনি।  

গুপ্ত বলেন, টুইটারে এই ভিডিও সংশ্লিষ্ট ৫০টি লিংক ব্লক করতে বলা হয়েছে। ইউটিউবকেও বলা হয়েছে এই ভিডিও আপলোড হলে তা যেন ব্লক করা হয়। ইউটিউব ও টুইটারকে এই নির্দেশনা মানতে বলা হয়েছে।  

গুজরাট দাঙ্গার সময়কার ঘটনা উঠে এসেছে বিবিসির দুই পর্বের তথ্যচিত্রে। ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় মোদি ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। ওই দাঙ্গায় এক হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়।

এর আগে এই তথ্যচিত্রের নিন্দা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই তথ্যচিত্রকে প্রোপাগান্ডা বলে আখ্যা দেয় ভারত।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
আরএইচ  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।