ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ. কোরিয়া-জাপানের ভ্রমণকারীদের ভিসা দেওয়া বন্ধ করল চীন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
দ. কোরিয়া-জাপানের ভ্রমণকারীদের ভিসা দেওয়া বন্ধ করল চীন 

দক্ষিণ কোরিয়া ও জাপানের ভ্রমণকারীদের স্বল্পমেয়াদের ভিসা দেওয়া বন্ধ করে করেছে চীন। করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এমন পদক্ষেপ নিল দেশটি।

 

সিওলের বেইজিং দূতাবাস জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ভ্রমণকারীদের ভিসা দেওয়া স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে জাপানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চীন তাদের ভ্রমণকারীদের ভিসা দিচ্ছে না।

গেল সপ্তাহে দক্ষিণ কোরিয়া চীনাদের জন্য ভ্রমণ ভিসা দেওয়া বন্ধ করে দেয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে অগ্রহণযোগ্য ও অবৈজ্ঞানিক হিসেবে আখ্যা দিয়েছে।  

বেইজিং বলেছে, চীনের বিরুদ্ধে আরোপ করা বৈষম্যমূলক ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত এটি কার্যকর থাকবে।

চীনের এই পদক্ষেপের বিপরীতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবিসিকে বলছে, চীনের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ ছিল বৈজ্ঞানিক ও বস্তুগত প্রমাণভিত্তিক।

তবে জাপান এখনও করোনাভাইরাস পরীক্ষার ভিত্তিতে নেগেটিভ হলে চীনাদের ভিসা দিচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।