ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী সনিকা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী সনিকা নিহত

কলকাতা: কলকাতার অভিনেত্রী সনিকা সিংহ চৌহান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কলকাতার জনপ্রিয় টেলিভিশন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়।

শনিবার (২৯ এপ্রিল) সকালে দক্ষিণ কলকাতার রাসবিহারী এলাকায় লেক মলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে রাসবিহারী এলাকায় লেক মলের সামনের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে তার গাড়িটি উল্টে যায়।

গাড়ির ভেতরে থাকা বিক্রম ও সনিকা গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সনিকাকে মৃত ঘোষণা করেন।

সনিকা চৌহান ২০১০ সালে ‘মিস তিলোত্তমা’র সেকেন্ড রানার্স আপ হয়েছিলেন। ২০১৩-তে ‘মিস ডিভা’র প্রথম ১৪ জনের মধ্যে একজন তিনি।

‘ইচ্ছে নদী’ সিরিয়ালের মূল চরিত্রে অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায়। এছাড়া তিনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসএস/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।