কলকাতা: ভারত বাংলাদেশ সীমান্ত থেকে বড় পরিমাণের স্বর্ণ জব্দ করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দুইটি পৃথক ঘটনায় সবমিলিয়ে ২ দশমিক ১ কেজি স্বর্ণ জব্দ করেছে বিএসএফ।
এসব স্বর্ণ জব্দ করা হয়েছে আন্তর্জাতিক সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা ও মালদা জেলা থেকে। সবমিলিয়ে ১৮টি স্বর্ণের বার জব্দ করেছে। এসব স্বর্ণ বাংলাদেশ থেকে ভারতে এসেছে বলে জানিয়েছেন বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিএসফ এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ২৪ পরগনার ১৪৩তম ব্যাটালিয়নের তারালী-১ বর্ডার ফাঁড়ির দায়িত্বরত সদস্যরা ছয়টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করে। চোরাকারবারিরা অবৈধভাবে এসব স্বর্ণ মোটরসাইকেলে মধ্যে লুকিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল। তারা এসব স্বর্ণ উদ্ধার করে এক বাইকের ফুয়েল ট্যাঙ্কের ভেতর থেকে।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, বাংলাদেশের এক ব্যক্তির থেকে ৬টি স্বর্ণর বার সংগ্রহ করেছিলেন। ভারতে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে পারলে প্রতিবার পিছু ১২শ রুপি করে পেতেন। কিন্তু তার আগেই বাহিনীর হাতে গ্রেপ্তার হয় তিনি। গ্রেপ্তারকৃত চোরাকারবারি ও ছয়টি স্বর্ণেরবার তেঁতুলিয়ায় কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া অপর একটি ঘটনায় একই দিনে, মালদার ১১৫তম ব্যাটালিয়নের বয়রাঘাট বর্ডার ফাঁড়ির সদস্যরা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বোলতলা ঘাটে তল্লাশি অভিযান চালায়। অভিযানের সময় একজন সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে কাছে আসতে দেখা যায়। বাহিনীর টের পেয়ে ওই ব্যক্তি বাইকটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিএসএফ সেই ভেতর থেকে ১২টি স্বর্ণের বার জব্দ করে। জব্দকৃত স্বর্ণ জঙ্গিপুরের কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
ভিএস/এএটি