ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মানিকগঞ্জে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
মানিকগঞ্জে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা  বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা 

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে বন্যা দুর্গতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে ঢাকার একটি সেচ্ছাসেবী সংগঠন ‘প্রমীলা’। 

বুধবার (৩০ আগস্ট) দুপুরে শিবালয়ের আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজিত এ স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করেন শিবালয়ের মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বেবী বড়ুয়া।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন- আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন, প্রমীলা’র সাধারণ সম্পাদক আফরোজা আসাদ কনা, কবি ও সমাজকর্মী তাহেরা মোন্নাফ, প্রমীলার কোষাধ্যাক্ষ মির্জা সাদিকুল ইসলাম, সদস্য তানজীলা হোসেন, রেজাউল করিম, শিল্পী ও সমাজকর্মী এমএ মোন্নাফ।  

বন্যা দুর্গতদের মাঝে চিকিৎসা সেবা দেন- ডা. মো. সাইফুল ইসলাম, ডা. মো. লুৎফর রহমান ও ডা. মো. রমজান আলী।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।