ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউতে ডেঙ্গু কর্নারে আরও ১৪ শয্যা যুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
বিএসএমএমইউতে ডেঙ্গু কর্নারে আরও ১৪ শয্যা যুক্ত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘ই’ ব্লকে আরও ১৪ শয্যার নতুন ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে।

শনিবার (১৫ জুলাই) এ ডেঙ্গু কর্নারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এ সময় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, সাধারণ জরুরিবিভাগ, ইন্টারনাল মেডিসিনবিভাগ, শিশুবিভাগে, এইচডিইউতে ইতোমধ্যে ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে।

রোগীর চাপ বাড়ায় আজকে ‘ই’ ব্লকে ডেঙ্গু কর্নার চালু করা হলো। প্রয়োজনে ‘এফ’ ব্লকেও ডেঙ্গু কর্নার চালু করা হবে। এখন মোট ৫০ শয্যার ডেঙ্গু কর্নার চালু রয়েছে। বর্তমানে ভর্তি আছে ৩১ রোগী। এর সঙ্গে বহির্বিভাগে অনেক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। করোনা মহামারির সময়ে দেশে যেমন রোগীদের চিকিৎসাসেবায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মুখ্য ভূমিকা রেখেছে, ডেঙ্গুতেও সেই ভূমিকা রাখবে।

জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, এবছর ডেঙ্গুর প্যাটার্নটা একটু ভিন্ন। দেখা যাচ্ছে ডেঙ্গু রোগীরা এর আগে একাধিকবার আক্রান্ত হয়েছিল। ফলে রোগীদের হেমোরেজিকের সম্ভাবনা বেশি। কোনো কোনো রোগীর দ্রুত অবনতি হচ্ছে। এ রকম হলে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। কিন্তু ডেঙ্গু হলেই সব রোগীকে হাসপাতালে ভর্তি হতে হবে এমন নয়।

তিনি আরও বলেন, এখন আমাদের ডেঙ্গু প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে। নিজের ঘর নিজে পরিষ্কার রাখবো। ছাদ পরিষ্কার রাখবো। কোথাও পানি জমতে দেবো না, প্লাস্টিকের পাত্রে পানি জমার সুযোগ দেবো না। স্কুলের ছাত্রছাত্রীদের ফুল হাত, ফুল পা জামা ও মোজা ব্যবহার করতে হবে। স্কুল, কলেজ পরিষ্কার রাখতে হবে। বাসায় সবাইকে মশারী ব্যবহার করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।