ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দ্বিতীয় ম্যাচেও দর্শকদের ভিড়

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
দ্বিতীয় ম্যাচেও দর্শকদের ভিড় ছবি: শোয়েব মিথুন

মুজিববর্ষ ফুটবল সিরিজের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গলবার (১৩ নভেম্বর) সফরকারী নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ছবি: শোয়েব মিথুন

ম্যাচ শুরুর আগে থেকেই স্টেডিয়ামে দর্শকরা ভিড় জমাতে থাকে। প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। তাই এই ম্যাচেও দর্শকদের প্রত্যাশা বেশি। ম্যাচ শুরুর পর দেখা যায়, গ্যালারিতে দর্শকদের আনাগোনা।

ছবি: শোয়েব মিথুন

করোনার দীর্ঘ বিরতির পর দেশের ফুটবল আবার মাঠে গড়িয়েছে। তাই দর্শকদের আগ্রহটাও বেশি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।