বয়স ৩৯ হলেও এখনো পুরোদমে খেলে যাচ্ছেন অ্যাশলি ইয়াং। এভারটনের জার্সিতে নিয়মিত একাদশে দেখা যায় তাকে।
সবকিছু ঠিক থাকলে এবার একই মঞ্চে মুখোমুখি অবস্থানে দেখা যাবে বাবা-ছেলেকে। স্বপ্নের এই লড়াইটি দেখতে এখন কেবল সময়ের অপেক্ষা। এফএ কাপের তৃতীয় রাউন্ডের ড্রয়ে এভারটন প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পিটারবোরো। এভারটনের ঘরের মাঠ গুডিসন পার্কে আগামী বছরের ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ম্যাচটি খেলতে আর তর সইছে না অ্যাশলির। এক্সে তিনি লিখেন, ‘ওয়াও… স্বপ্ন সত্যি হতে পারে। ’ এর সঙ্গে লোমহর্ষক মুহূর্ত, ইয়াং বনাম ইয়াং ও এফএ কাপের হ্যাশট্যাগ দেন এই ডিফেন্ডার।
২০০৩ সালে ওয়াটফোর্ডের হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন অ্যাশলি। চার বছর পর তিনি যোগ দেন অ্যাস্টন ভিলায়। সেখানেও চার বছর কাটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান এই ডিফেন্ডার। ৯ বছরে রেড ডেভিলদের জার্সিতে ২৬১ ম্যাচ খেলতে হয়েছে তাকে। এরপর ইন্টার মিলানে দুই মৌসুম খেলে আবারও ফেরেন অ্যাস্টন ভিলায়। গত মৌসুমে এভারটনের সঙ্গে চুক্তি করেন তিনি।
বাবা রক্ষণ সামলালেও ছেলে টাইলার খেলে থাকেন মিডফিল্ডে। ৯ বছর বয়সে আর্সেনালের একাডেমিতে ভর্তি হন তিনি। প্রায় ১০ বছর সেখানে প্রশিক্ষণ নেওয়ার পর চলতি বছরের অক্টোবরে পিটারবোরোর হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার।
চলতি বছরের অক্টোবরে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) নিয়মিত মৌসুমে লস অ্যাঞ্জেলেস লেকার্সের হয়ে ছেলের ব্রোনি জেমসের সঙ্গে জুটি বেঁধে একটি ম্যাচ খেলেন কিংবদন্তি লেব্রন জেমস। ইংলিশ ফুটবলে একই দৃশ্যের দেখা মিলতে যাচ্ছে, তবে একটু ব্যতিক্রমভাবে। কেননা এখানে জুটি বেঁধে নয় বরং একে অপরের বিরুদ্ধে লড়তে যাচ্ছেন বাবা-ছেলে।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
এএইচএস
39-year-old Ashley Young could potentially play his 18-year-old son Tyler Young as Everton have drawn Peterborough United in the FA Cup third round ? pic.twitter.com/kDjexwx1BK
— Football on TNT Sports (@footballontnt) December 2, 2024