ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ জেমি ডে

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ জেমি ডে জেমি ডে

দ্বিতীয়বারের করোনা পরীক্ষাতেও পজিটিভ রিপোর্ট এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে'র। ফলে মঙ্গলবার (১৭ নভেম্বর) নেপালের বিপক্ষে মুজিববর্ষ ফুটবল সিরিজের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ডাগআউটে থাকতে পারবেন না এই ইংলিশ কোচ।

সোমবার (১৬ নভেম্বর) জেমি ডে’র দ্বিতীয় করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন।  

শুক্রবার (১৩ নভেম্বর) প্রথম প্রীতি ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে দুই দলের ফুটবলার ও কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করা হয়েছিল। রোববার (১৫ নভেম্বর) ডে'র ফলাফল পজিটিভ আসে।

রোববারই জেমি ডে'র করোনার পরীক্ষার জন্য দ্বিতীয়বার নমুনা সংগ্রহ করা হয়েছিল। সোমবার তার ফলাফল আবার পজিটিভ আসে।  

নেপালের বিপক্ষে বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।