ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

'জেমি ডে করোনা আক্রান্ত হলেও বাংলাদেশ মনোবল হারায়নি'

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
'জেমি ডে করোনা আক্রান্ত হলেও বাংলাদেশ মনোবল হারায়নি' অনুশীলনে বাংলাদেশ দল/ছবি: শোয়েব মিথুন

প্রধান কোচ জেমি ডের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে সন্দেহ নেই। কিন্তু দলের মনোবল তাতে কমেনি বলে মনে করেন তার শিষ্যরা।

বরং নেপালের বিপক্ষে পরের ম্যাচে বড় জয়ের প্রত্যাশা করছেন জামাল ভূঁইয়ারা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী মঙ্গলবার বিকাল ৫টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে রোববার সকালে জেমি ডের করোনা পজিটিভ হওয়ার খবর আসে। খবরটা শোনার পর সকালের অনুশীলন বাতিল করা হয়। তবে বেলা তিনটার দিকে সহকারী কোচদের অধীনে অনুশীলন করেছে বাংলাদেশ দল।

অনুশীলন শেষে টিম ম্যানেজার আমের খান সংবাদমাধ্যমকে বলেন, 'জেমি ডে না থাকলে কিছুটা প্রভাব তো পড়বেই। তবে ইংলিশ কোচের পরিকল্পনা অনুযায়ী অনুশীলন হচ্ছে। দলের সবাই উজ্জীবিত আছে। পরের ম্যাচে ভালো ফলাফলের আশায় আছি। হাতে এক-দুই দিন বাকি আছে। তাকে (ডে) আবারও টেস্ট করা হবে। আমরা আশা করছি এই দুদিনের মধ্যে সে চলে আসবে। '

এদিকে প্রথম ম্যাচে গোলের দেখা পাওয়া মাহবুবুর রহমান সুফিলও পরের ম্যাচে ভালো ফলাফলের আশা করছেন। তবে বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ডের প্রথম লক্ষ্য মূল একাদশে সুযোগ পাওয়া। তার বিশ্বাস, সামর্থ্যের প্রমাণ দিতে পারলে সেরা একাদশে জায়গা মিলবেই। এমনকি বদলি হিসেবে জায়গা পেলেও নিজের সেরাটা দিতে চান তিনি।

নেপাল বিপক্ষে প্রথম ম্যাচে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দলের আক্রমণের ধার অনেকটা কমে গিয়েছিল। কিন্তু খেলার বিপরীতে ৮০তম মিনিটে সোহেলের বল ধরে ক্ষিপ্র গতিতে দৌড়ে গিয়ে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে দূরের পোস্টে বল জড়িয়ে দেন সুফিল। এই গোলের জন্য বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোনকে ধন্যবাদ জানালেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড।

সুফিল বলেন, 'এজন্য (ওই গোলের জন্য) আমি অস্কার ব্রুজোনকে ধন্যবাদ দিতে চাই। জাতীয় দলের অনুশীলন শুরুর আগে কিংসে তার অধীনে দেড় মাস অনুশীলন করেছি। তিনি আমাদের ফরোয়ার্ডদের নিয়ে আলাদাভাবে ফিনিশিং নিয়ে কাজ করেছেন। '

জেমি ডের করোনা পজিটিভ হওয়ার খবরে বিচলিত নন সুফিল। তিনি বলেন, 'কোচ আমাদের ইতিবাচক বার্তা দিয়েছেন। তার আগে থেকেই উপসর্গ ছিল। তাই তিনি আমাদের এসব নিয়ে হতাশ হতে নিষেধ করেছেন। তবে তার থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আজকে (অনুশীলনে) তিনি আমাদের সঙ্গে নেই ভাবতে কিছুটা খারাপ লাগছে। আজকে হয়তো নতুন কিছু শেখাতে চেয়েছিল। কিন্তু তা তো আর হলো না। তবে আশা করি, এসব নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। '

অন্যদিকে নেপালের বিপক্ষে এক গোলে অবদান রাখা সাদ উদ্দিনও মনে করেন, প্রধান কোচ করোনায় আক্রান্ত হলেও দল মনোবল হারায়নি। আবাহনী লিমিটেডের এই ২২ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, 'এটার (জেমি ডের করোনা পজিটিভ হওয়া) প্রভাব পড়বে না। সবাই মানসিকভাবে দৃঢ় আছে। আজকে অনুশীলনে সহকারী কোচ ছিলেন। তিনি সব বুঝিয়ে দিয়েছেন। আশা করি কোচ আমাদের মাঝে ফিরে আসবেন। মানসিকভাবে আমরা সবাই শক্ত আছি। '

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।