ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সুইডেনের বিপক্ষে ফিরছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
সুইডেনের বিপক্ষে ফিরছেন এমবাপ্পে

ইনজুরি সেরে আগামী সপ্তাহেই ফ্রান্স জাতীয় দলের হয়ে মাঠে নামবেন কিলিয়ান এমবাপ্পে। দলের হেড কোচ এই ফরোয়ার্ডের ফেরার খবর নিশ্চিত করে জানিয়েছেন, সুইডেনের বিপক্ষে উয়েফা নেশনস লিগে নিজেদের পরের ম্যাচেই এমবাপ্পে খেলবেন।

এর আগে হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে লা ব্লুজদের হয়ে শেষ দুই ম্যাচে মাঠে নামতে পারেননি বিশ্বকাপজয়ী এই তারকা। যেখানে ফিনল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের হারের অঘটনের পর পর্তুগালের বিপক্ষে ১-০ গোলে জয় পায় ফ্রান্স।

এমবাপ্পেকে ছাড়া গত দুই ম্যাচে বাজেভাবে ভুগেছে ফ্রান্স। দুই ম্যাচে দলটি মাত্র এক গোল দিতে পেরেছে। তবে সুইডেনের বিপক্ষে পিএসজি ফরোয়ার্ড ফেরায় স্বস্তিতে রয়েছে দেশটি।

এমবাপ্পের ফেরা প্রসঙ্গে দেশম বলেন, ‘সে ফিরছে, সে প্রস্তুত। ’

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।