ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

করোনায় আক্রান্ত রিয়ালের হ্যাজার্ড-কাসেমিরো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
করোনায় আক্রান্ত রিয়ালের হ্যাজার্ড-কাসেমিরো কাসেমিরো ও হ্যাজার্ড

সপ্তাহ শুরু করার আগে বড় দুঃসংবাদ শুনতে হচ্ছে রিয়াল মাদ্রিদেক। কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে সান্তিয়াগো বার্নাব্যুর দুই তারকা কাসেমিরো ও ইডেন হ্যাজার্ডের।

তবে জিনেদিন জিদানের স্কোয়াডে কোচসহ বাকিদের ফলাফল নেগেটিভ এসেছে। এর আগে গত সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হন ব্লাঙ্কোসদের আরেক তারকা এডার মিলিতো।  

কাসেমিরো ও হ্যাজার্ড করোনায় আক্রান্ত হওয়ার খবরটি শনিবার (০৭ নভেম্বর) সকালে এক বিবৃতিতে জানায় স্প্যানিশ জায়ান্টরা।  

দলের বাকি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অন্যান্য কর্মীদের ফলাফল নেগেটিভ এসেছে বলেও নিশ্চিত করেছে ক্লাবটি।  

বর্তমানে কাসেমিরো এবং হ্যাজার্ড মিলিতোর সঙ্গে স্বেচ্ছা-আইসোলেশনের যোগ দিয়েছেন। করোনা ছাড়াও রিয়াল খেলোয়াড়রা যুদ্ধ করছেন চোটের সঙ্গেও। ইনজুরিতে পড়ে মাঠের বাইরে আছেন দানি কারভাহাল, আলভারো ওদ্রিওজোলা এবং নাচো।  

রোববার (০৮ নভেম্বর) লা লিগায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।