ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

করোনায় আক্রান্ত ম্যানইউর ব্রাজিলিয়ান ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
করোনায় আক্রান্ত ম্যানইউর ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যালেক্স তেলাস

করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান লেফট-ব্যাক অ্যালেক্স তেলাস।

চলতি মাসে চার বছরের চুক্তিতে পর্তুগিজ ক্লাব পোর্তো থেকে ওল্ড ট্রাফোর্ডে আসেন এই ২৭ বছর বয়সী ডিফেন্ডার।

বুধবার (২৮ অক্টোবর) চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে রেড ডেভিলদের স্কোয়াডে ছিলেন না তেলাস।

ব্রাজিলিয়ান তারকার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে ম্যানইউ এক টুইটে জানায়, ‘আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। ’

বর্তমানে ১০ দিনের স্বেচ্ছা-আইসোলেশনে থাকবেন তেলাস।

ইংলিশ প্রিমিয়ার লিগে ইউনাইটেডের জার্সিতে এখনও মাঠে না নামা হলেও চ্যাম্পিয়নস লিগে অভিষেকেই আলো ছড়ান তেলাস। সেই ম্যাচে পিএসজির বিপক্ষে ২-১ বিপক্ষে জয় পায় ওলে গানার সুলশারের শিষ্যরা।

১৫ মিলিয়ন ইউরো ট্রান্সফারে রেড ডেভিলদের সঙ্গে চুক্তি করেন তেলাস। পরবর্তীতে আরও ২ মিলিয়ন ইউরো যোগ হবে সেই চুক্তিতে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।