ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ইনজুরিতে ছিটকে গেলেন কৌতিনহো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
ইনজুরিতে ছিটকে গেলেন কৌতিনহো ফিলিপ্পে কৌতিনহো

বাঁ-পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কৌতিনহো। যার কারণে মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে মাঠের বাইরে থাকতে হবে ২৮ বছর বয়সী তারকাকে।

 

বার্সা জানিয়েছে, ইনজুরি কেমন অনুভূত হচ্ছে তার ওপরে নির্ভর করছে কৌতিনহোর মাঠে ফেরা।  

শনিবার (২৪ অক্টোবর) লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন কৌতিনহো। তবে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ৩-১ ব্যবধানে হেরেছে কাতালানরা।  

লিভারপুলের সাবেক তারকা ২০১৯/২০ ধারে বায়ার্ন মিউনিখে কাটিয়ে চলতি মৌসুমে ফের ফিরে আসেন ক্যাম্প ন্যুয়ে। লা লিগায় বার্সা এখন পর্যন্ত খেলেছে ৫ ম্যাচ। প্রত্যেক ম্যাচে কৌতিনহোকে মাঠে নামিয়েছেন কোচ রোনাল্ড কোম্যান।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।