ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নেইমারকে ১৫০ মিলিয়ন ইউরোয় কিনতে পারবে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
নেইমারকে ১৫০ মিলিয়ন ইউরোয় কিনতে পারবে বার্সা নেইমার জুনিয়র-ছবি: সংগৃহীত

গত গ্রীষ্মে অসংখ্যবার চর্চিত হয়েছে নেইমারের বার্সেলোনায় ফেরার গুঞ্জন। পরে অবশ্য সেসব পূর্ণতা পায়নি। কিন্তু আরও একবার মঞ্চস্থ হতে যাচ্ছে 'নেইমার নাটক'। আর এবার খোদ পিএসজি-ই উদ্যোগী হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বেচতে। শুধু তাই না, এজন্য তার দামও কমিয়ে আনা হয়েছে ১৫০ মিলিয়ন ইউরোয়। 'ইএসপিএন'র লিগ ওয়ান প্রতিবেদক হুলিয়েন লরেনস' এমন খবরই জানিয়েছেন।

গতবার নেইমার নিজে থেকেই পিএসজি ছেড়ে বার্সায় ফিরতে চেয়েছিলেন। তাকে ফেরাতে চেয়েছিল কাতালান জায়ান্টরাও।

এমনকি নেইমার নিজের পকেট থেকেও অর্থ খরচে রাজি ছিলেন। কিন্তু দুই ক্লাবের মধ্যে বনিবনা না হওয়ায় ভেস্তে যায় সব প্রক্রিয়া। মূলত পিএসজির একগুঁয়েমি আর আকাশছোঁয়া দাম হাকানোর কারণেই সেবার সম্ভব হয়নি।

গত গ্রীষ্মের দলবদলের বাজারে নেইমারের গায়ে ২৫০ মিলিয়ন ইউরোর (মতান্তরে ২০০ মিলিয়ন ইউরো) ট্যাগ লাগিয়ে দিয়েছিল পিএসজি। যদিও ২০১৭ সালে নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোয় বার্সার কাছ থেকেই কিনেছিল ফরাসি জায়ান্টরা। তাছাড়া নেইমার তখন ইনজুরি আর বিতর্কে জেরবার। তা সত্ত্বেও বার্সার দেওয়া তিনটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল পিএসজির কাতারি মালিকপক্ষ।

অবশেষে যখন কিছুতেই বার্সায় ফেরা হলো না, নেইমার পিএসজিতেই মন বসালেন। শুরুতে সমর্থক আর সতীর্থদের কাছ থেকে অপমানসূচক আচরণ পেলেও ক্রমেই সব ঠিকঠাক হয়ে গেছে। নেইমারও ফর্ম পেতে শুরু করেছেন। কিন্তু এর মধ্যেই আবার কোচ টমাস টুখেলের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন তিনি। তাছাড়া মাঠের বাইরের বিতর্কও আছে।

সবমিলিয়ে নেইমারকে নিয়ে পিএসজির মোহভঙ্গ হয়েছে। এখন তাকে বেচে দেওয়াকেই সমাধান মানতে শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ। এজন্য এমনকি ৭২ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮০ কোটি টাকা) 'লস' দিতেও আপত্তি নেই তাদের। ক্লাবের ক্রীড়া পরিচালক লিওনার্দো এমন ইঙ্গিত দিয়েছেন, যা কয়েক মাস আগেই অকল্পনীয় ভাবা হতো। এই ২০২০ সালেই ঘটনাটা ঘটে যেতে পারে। আর এই সুযোগের অপেক্ষায় অনেকদিন থেকেই বসে আছে চ্যাম্পিয়নস লিগ জিততে মরিয়া বার্সা।

এদিকে নেইমারকে ছাড়তে রাজি হলেও আরেক ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে কিছুতেই হাতছাড়া করতে চায় না পিএসজি। এজন্য নেইমারের মূল্য কমিয়ে ১৫০ মিলিয়ন ইউরোয় নামিয়ে আনা হয়েছে, যাতে তাকে বেচতে সুবিধা হয়। খবরটা বার্সা এবং নেইমারের আইনজীবীদের জন্য রীতিমত দারুণ এক সুযোগ খাড়া করে দিয়েছে। কারণ, গতবারের চেয়ে এবার যে অনেক কমেই কেনা যাবে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে।

নেইমারকে কেনার সম্ভাব্য এই সুযোগ দেখে নিশ্চিতভাবেই খুশি হয়েছেন নেইমারের সাবেক সতীর্থ ও প্রিয় বন্ধু লিওনেল মেসি। এটা খুশির খবর হয়ে এসেছে বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তমেউ'র জন্যও। কারণ এবার গতবারের ব্যর্থতার গ্লানি ঘোচানোর সুযোগ পাচ্ছেন তিনি। আর তার সঙ্গে নেইমার ও অন্যান্য ইস্যুতে মেসির যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটাতেও একটা প্রলেপ দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।