ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এবার করোনায় আক্রান্ত মেসির আর্জেন্টাইন সতীর্থ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এবার করোনায় আক্রান্ত মেসির আর্জেন্টাইন সতীর্থ জার্মান পেজ্জেলা

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে স্থবির হয়ে পড়েছে জন-জীবন। স্থগিত হয়েছে ক্রীড়া বিশ্বও। কোভিড-১৯ আক্রান্তের তালিকায় আছেন ফুটবলাররাও।

ক'দিন আগে প্রথম ফুটবলার হিসেবে করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব জুভেন্টাসের ইতালিয়ান সেন্টার-ব্যাক দেনিয়েল রুগানি। ভাইরাসটি বড় ধরনের থাবা বসিয়েছে ইতালিয়ান লিগেও।

কোভিড-১৯ পজিটিভ হয়েছেন ফিওরেন্তিনার দু’জন ফুটবলার প্যাট্রিক কুত্রোন ও জার্মান পেজ্জেলা। ক্লাবটির সাইকো-থেরাপিস্ট স্টেফানো ডেইনেল্লিও আছেন এ তালিকায়। শনিবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে ফিওরেন্তিনা কর্তৃপক্ষ।

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব উলভস থেকে ধারে ফিওরেন্তিয়ায় যোগ দেন কুত্রোন। ইতালির জাতীয় দলে একটি ম্যাচও খেলেছেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড। পেশাদরি ক্যারিয়ারটা তিনি শুরু করেছিলেন এসি মিলানে।

অন্যদিকে আর্জেন্টিনা জাতীয় দলের পরিচিত মুখ পেজ্জেলা। ২০১৭ সাল থেকে ফিওরেন্তিনায় আছেন এ ডিফেন্ডার।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।