ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

৫ ম্যাচেই বসুন্ধরা কিংস মেয়েদের ৫১ গোল 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
৫ ম্যাচেই বসুন্ধরা কিংস মেয়েদের ৫১ গোল  ছবি-সংগৃহীত

মেয়েদের ফুটবল লিগে জয়রথ ছুটছে বসুন্ধরা কিংসের। মাত্র পঞ্চম ম্যাচ খেলতে নেমেই গোলের হাফসেঞ্চুরি (৫১ গোল) করে ফেলেছেন কিংসের মেয়েরা। বিপরীতে এখনও নিজেদের জাল অক্ষত রেখেছে সাবিনা খাতুনের দল। 

বৃহ্স্পতিবার (১১ মার্চ) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে জামালপুর কাচারি একাদশকে ১১-০ ব্যবধানে উড়িয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়ে বসুন্ধরা কিংস।  

প্রথমার্ধে প্রতিপক্ষের জালে ৩ গোল দেয় বসুন্ধরার রানীরা।

তবে দ্বিতীয়ার্ধে গোল উৎসবে মেতে ওঠে আরও ৮ গোল দেয় সাবিনা খাতুন-তহুরা খাতুনরা। তার মধ্যে সাবিনা করেছেন চার গোল। তিন গোল করেছেন তহুরা। কৃষ্ণা রানী সরকার করেছেন দুই গোল। একটি করে গোল করেছেন নার্গিস খাতুন ও সানজিদা আখতার।  

এই জয়ে তালিকার শীর্ষস্থানটাও ধরে রেখেছে বসুন্ধরা কিংসের মেয়েরা। ৫ ম্যাচে ৫ জয়ে তাদের পয়েন্ট ১৫।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।