ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জয়ের অপেক্ষা ঘুচলো শেখ রাসেলের 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
জয়ের অপেক্ষা ঘুচলো শেখ রাসেলের  ফাইল ফটো

টানা দুই ম্যাচের পরাজয়ের বৃত্ত ভেঙে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি আসরে দাপুটে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়েছে সাইফুল বারী টিটুর দল। 

শনিবার (০৭ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটিতে শুরুতে এগিয়ে যায় শেখ রাসেল। হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের পাস থেকে দলকে এগিয়ে দেন নাইজেরিয়ার ফরোয়ার্ড রাফায়েল ওডোবিন।

 

গোল হজমের পর ম্যাচে ফিরতে চেষ্টা করে মুক্তিযোদ্ধা। তবে ২৮ মিনিটে আবারও পিছিয়ে পড়ে মোহাম্মদ কাইয়ুমের দল। এবার তকলিস আহমেদের পাস থেকে শেখ রাসেলের হয়ে দ্বিতীয় গোলটি করেন হেমন্ত বিশ্বাস।  

শেষ পযর্ন্ত এই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে নেয় শেখ রাসেল। সেই সঙ্গে লিগের প্রথম জয় নিয়ে ব্রাদার্স ইউনিয়নকে টপকে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে ওঠে যায় তারা। ৫ ম্যাচে ১ জয় ২ পরাজয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৫। অন্যদিকে ৪ ম্যাচ খেলে এখনও গোলের মুখ না দেখা মুক্তিযোদ্ধা আছে পয়েন্ট তালিকার সবার শেষে।  

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।