ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এমবাপ্পের হ্যাটট্রিকে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
এমবাপ্পের হ্যাটট্রিকে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি নেইমার ও এমবাপ্পে/ছবি: সংগৃহীত

ফরাসি কাপের সেমিফাইনালে লিঁও’কে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে প্যারিস সেইন্ট জার্মেই। দলের ফাইনাল নিশ্চিতের রাতে দুর্দান্ত হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। গোলের দেখা পেয়েছেন নেইমার জুনিয়রও।

ম্যাচের শুরুটা কিন্তু পিএসজির পক্ষে যায়নি। কারণ খেলার মাত্র ১১ মিনিটেই প্রথম গোল করে এগিয়ে যায় লিঁও।

তবে এর মাত্র দুই মিনিট পরেই সমতা ফেরান এমবাপ্পে। প্রথমার্ধ ওই সমতা নিয়েই শেষ হয়।

দ্বিতীয়ার্ধে লিঁও’র সর্বনাশ হয় ৬১তম মিনিটে হ্যান্ডবলের কারণে মার্সেল লাল কার্ড দেখলে। ১০ জনের লিঁও এরপর টানা শুধু গোলই হজম করে যায়। মার্সেলের হ্যান্ডবল থেকে উপহার পাওয়া পেনাল্টি থেকে গোল করে শুরুটা করেন নেইমার।

ম্যাচের ৭০তম মিনিটে চমকে দেওয়া এক গোল করেন এমবাপ্পে। প্রায় মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় করা এই গোলের পর ব্যবধান ৩-১ করেন পাবলো সারাবিয়া। এরপর শেষ বাঁশি বাজার ঠিক আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।