ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নেইমারকে ছাড়াই এমবাপ্পেদের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, মার্চ ১, ২০২০
নেইমারকে ছাড়াই এমবাপ্পেদের বড় জয়

আগের ম্যাচে লাল কার্ড দেখায় এদিন খেলতে পারেননি দলের সেরা তারকা নেইমার। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অভাব বুঝতেই দেননি এমবাপ্পে-ইকার্দিরা। দিজোঁর বিপক্ষে ৪-০ পিএসজির ব্যবধানে জয় পাওয়া ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। আর একটি করে গোল করেন পাবলো সারাবিয়া ও মাউরো ইকার্দি।

ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে এদিন তৃতীয় মিনিটেই সারাবিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। যদিও প্রথমার্ধ আর কোনো গোল হয়নি।

বিরতি থেকে ফিরে ৭৪তম মিনিটে ইউলিয়ান ড্রাক্সলারের পাস থেকে ব্যবধান বাড়ান এমবাপ্পে। দুই মিনিট পর এমবাপ্পের সহায়তাই ব্যবধান ৩-০ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি।

পরে যোগ করা সময়ে দিজোঁর কফিনে শেষ পেরেকটি ঠুকে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফরাসি তারকা এমবাপ্পে। চলতি মৌসুমে লিগে এটি তার ১৮গম গোল।

লিগে ২৭ ম্যাচে ২২ জয় ও দুই ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল পিএসজি। দ্বিতীয়স্থানে থাকা মার্সেই সমান ম্যাচে ৫৫ পয়েন্ট সংগ্রহ করেছে।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।