ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ম্যানচেস্টার ইউনাইটেডের হোঁচট, আর্সেনালের কষ্টকর জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
ম্যানচেস্টার ইউনাইটেডের হোঁচট, আর্সেনালের কষ্টকর জয় গোল করার পথে মার্শাল

ইউরোপা কাপের রাউন্ড-৩২ এর প্রথম লেগে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বেলজিয়ামের ক্লাব ব্রুগে’র মাঠে পিছিয়ে থেকে ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়ে ওলে গানার সুলশারের শিষ্যরা। 

ম্যাচের শুরু থেকে বল পজিশনে এগিয়ে ছিল রেড ডেভিলরা। কিন্তু ১৫তম মিনিটে পিছিয়ে পড়ে সুলশারের দল।

অবশ্য ক্লাব ব্রুগেকে ব্যবধানটা বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি তারা। ৩৬তম মিনিটে অ্যান্থনি মার্শালের গোলে সমতায় ফিরে ইউনাইটেড।  

দ্বিতীয়ার্ধে গোলের জন্য চেষ্টার কমতি রাখেনি ইংলিশ জায়ান্টরা। কিন্তু নিজেদের মাঠে রেড ডেভিলদের আর কোনো গোল উদযাপন করতে দেয়নি ক্লাব ব্রুগে।

ম্যানচেস্টার ইউনাইটেড হোঁচট খেলেও কষ্টকর জয় পেয়েছে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। গ্রীসের ক্লাব অলিম্পিয়াকোসের মাঠে প্রথম লেগে ১-০ গোলের জয় পেয়েছে গানাররা।  

ম্যাচের ৮১তম মিনিটে আলেক্সান্দ্রে লাকাজাত্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মাইকেল আর্তাতার দল।  

ইউনাইটে ও আর্সেনাল ফিরতি লেগ খেলবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি), নিজেদের মাঠে।  

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।