ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ড্রয়ে বিপিএল শুরু শেখ রাসেলের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
ড্রয়ে বিপিএল শুরু শেখ রাসেলের ফাইল ছবি

শুরুটা আশানুরূপ হলো না শেখ রাসেল ক্রীড়া চক্রের। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের (বিপিএল) চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দলটি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সিলেট জেলা স্টেডিয়ামে খেলা শুরুর মাত্র ৩য় মিনিটেই রাফায়েল ওদোভিন ওনরিবের গোলে এগিয়ে গিয়েছিল শেখ রাসেল। কিন্তু ৫৯তম মিনিটে গোল শোধ করেন ব্রাদার্সের ডিফেন্ডার আতাবেক ভালিদজানোভ।

এদিকে দিনের আরেক খেলায় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে চট্টগাম আবাহনীর হয়ে জোড়া গোল করেছেন ম্যাথিউ চিনেদু।

চার দলের প্রত্যেকের একটি করে ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের চারে আছে শেখ রাসেল। সমান পয়েন্ট নিয়ে তিনে ব্রাদার্স। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে চট্টগ্রাম আবাহনী। সমান তিন পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।