ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পিছিয়ে পড়েও ওসাসুনাকে হারালো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
পিছিয়ে পড়েও ওসাসুনাকে হারালো রিয়াল মাদ্রিদ গোলের পর রিয়াল মাদ্রিদের খেলোয়ারদের উদযাপন

স্প্যানিশ ফুটবল লিগে জয় পেয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে থেকে ছিটকে পড়া রিয়াল পিছিয়ে পড়েও ওসাসুনাকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে।

রোববার (০৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে এল সাদার স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে রিয়াল। কর্নার থেকে হেড দিয়ে গোল করে ওসাসুনাকে লিড এনে দেন উনাই গার্সিয়া।

তবে ৩৩তম মিনিটে দারুণ এক সাইড ভলি থেকে ইস্কো গোল করলে সমতায় ফেরে রিয়াল।

এগিয়ে যেতেও সময় নেয়নি রিয়াল মাদ্রিদ। ৩৮তম মিনিটে সের্হিও রামোসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা।

বিরতির পর ব্যবধান বাড়াতে চেষ্টা করে রিয়াল। ম্যাচের শেষ দিকে সাফল্যের দেখা পায় দলটি। ৮৪ মিনিটে করিম বেনজেমার বাড়ানো বল থেকে ডান পায়ের শটে ব্যবধান ৩-১ গোলে নিয়ে যান লুকাস ভাসকেস।

এরপর ইনজুরি সময়ে ফেদেরিকো ভালভেরদের পাস থেকে লুকা ইয়োভিচের জালের ঠিকানা খুঁজে পেলে ৪-১ গোলের বড় জয় নিশ্চিত হয় জিদানের শিষ্যরা। এই জয়ে ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রিয়াল।

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
আরএআর/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।