ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বেল-বেনজেমাও ছিটকে গেলেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
বেল-বেনজেমাও ছিটকে গেলেন ছবি:সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের দুই তারকা ফরোয়ার্ড গ্যারেথ বেল ও করিম বেনজেমাও ইনজুরির কারণে ছিটকে গেলেন। সৌদি আরবে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে এখন পর্যন্ত রিয়ালের চার ফুটবলারের না খেলা নিশ্চিত হলো।

ওয়েলস তারকা বেল তার শ্বাস নারীর ইনফেকশনে ভুগছেন। অন্যদিকে বাঁপায়ের পেশিতে চোট পেয়েছেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা।

বেনজেমা এই মৌসুমে ইনজুরির কারণে আরও একটি ম্যাচে ছিলেন না।

আগামী সোমবার সৌদির উদ্দেশ্যে রওয়ানা দেবে রিয়াল। যেখানে মাদ্রিদে থেকে যাবেন বেল ও বেনমেজা। তারা ছাড়াও আগেই ছিটকে পড়া এডেন হ্যাজার্ড ও মার্কো অ্যাসেননিও যাচ্ছেন না।

তিন স্ট্রাইকার ছিটকে পড়ায় চিন্তান ভাঁজ পড়েছে কোচ জিনেদিন জিদানের কপালে। তাদের পরিবর্তে রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র ও লুকা জোভিচকে দলে নেওয়া হতে পারে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।