ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাল ভূঁইয়ার বিয়ের ছবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাল ভূঁইয়ার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাল ভূঁইয়ার বিয়ের ছবি

কাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল। বিয়ের সাজে কনেসহ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। যদিও এ ব্যাপারে অফিসিয়ালি কেউ কিছু জানায়নি। তবে জানা যায়, নিজের জন্মভূমি ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত হয়েছে জামালের বিয়ের অনুষ্ঠান।

অবশ্য জামাল ভূঁইয়ার অফিসিয়াল ফেসবুক পেজেও এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি কনের পরিচয়ও জানা যায়নি।

জামাল বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেন। সাইফ তাদের ফেসবুক পেজে অবশ্য জামালের বিয়ের ছবি দিয়ে অভিনন্দন জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।