ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আবাহনীকে হারিয়ে জয়ে ফিরেছে শেখ রাসেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
আবাহনীকে হারিয়ে জয়ে ফিরেছে শেখ রাসেল আবাহনীকে হারিয়েছে শেখ রাসেল/ফাইল ছবি

পয়েন্ট টেবিলের শীর্ষ দল আবাহনীকে হারিয়ে জয়ে ফিরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ২-০ গোলে জেতা ম্যাচে গোল পেয়েছেন শেখ রাসেলের রাফায়েল ওডোইন ও অ্যালেক্স রাফায়েল দি সিলভা।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৪ মিনিটে শেখ রাসেলকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওডোইন। গোল খেয়ে শোধ করতে মরিয়া আবাহনীও সুযোগ পেয়েছিল।

কিন্তু কাজে লাগাতে না পারায় ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।

খেলার দ্বিতীয়ার্ধে আবাহনীকে আরও কোণঠাসা করে ফেলে শেখ রাসেল। গোল শোধে মরিয়া আবাহনী ডিফেন্ডারের ভুলে ম্যাচের ৮৪ মিনিটে আরও এক গোল হজম করে ম্যাচ থেকেই ছিটকে যায়। ওডোইনের বাড়িয়ে দেওয়া বল আবাহনীর ডি-বক্সে থাকা ডিফেন্ডার নিয়ন্ত্রণ নিতে ভুল করায় বল পেয়ে যায় দি সিলভার পায়ে। কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পায়ে।

এই জয়ে সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে শেখ রাসেল। আর ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।