ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেষ মুহূর্তে ম্যানইউর জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
শেষ মুহূর্তে ম্যানইউর জয় ম্যানচেস্টার ইউনাইটেডের জয়। ছবি: সংগৃহীত

প্রথমার্ধে স্বাগতিক এএফসি বোর্নমাউথের সামনে বেশ চাপেই পড়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ঘুরে দাড়াতে বেশি সময় নেয়নি ইউনাইটেড। শনিবার (০৩ নভেম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগে ২-১ গোলে ভিটালিটি স্টেডিয়ামে জিতে মাঠ ছাড়ে তারা।

প্রথম ৪৫ মিনিট দুর্দান্ত খেলে বোর্নমাউথ। ক্যালাম উইলসনের গোলে ১১ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা।

প্রথমার্ধের বেশ কিছুটা সময় যেন ছন্দই খুঁজে পায়নি ইউনাইটেড। লিড নেওয়ার পর থেকে বেশ কয়েকবার অতিথিদের রক্ষণে হামলে পড়েছে বোর্নমাউথ। একাধিকবার সুযোগ পেয়েও তা কাজে না লাগাতে পারার খেসারত অবশ্য শেষ পর্যন্ত দিতে হয় স্বাগতিকদের।

৩৫ মিনিটে অ্যালেক্সিস সানচেজ ডানপ্রান্ত থেকে বল বানিয়ে দেন অ্যান্থনি মার্শালকে। এবার কোনো ভুল না করে শক্তিশালী শটে গোল জালে পাঠান তিনি। এই গোলে উজ্জীবিত হয়েই বিরতিতে যায় ইউনাইটেড।

ফিরে বেশ গুছিয়ে ওঠে ইউনাইটেড। শেষ মুহূর্তে আরেকটি গোল করে জয় নিশ্চিত করে হোসে মরিনহোর দল।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এমকেএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।