ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

অদম্য হয়ে উঠছে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
অদম্য হয়ে উঠছে আর্সেনাল আর্সেনালের জয়। ছবি: সংগৃহীত

এভারটনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের জয়ের ধারা বজায় রেখেছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে রোববারের (২৩ সেপ্টেম্বর) ম্যাচে ২-০ গোলে জয় পায় উনাই এমেরির দল। লিগে প্রথম দুই ম্যাচ হারলেও এ নিয়ে টানা চার জয় তুলে নিল তারা।

আর্সেনালের হয়ে গোল দুটি করেন আলেকসঁদ লাকাজেত ও পিয়েরে-এমেরিক আউবামেয়াং।

ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখালেও প্রথমার্ধে অতিথিদের রক্ষণভাগ ভাঙতে পারেনি আর্সেনাল।

তবে দ্বিতীয়ার্ধের দুই গোলেই জয় নিশ্চিত হয় তাদের।

৫৬তম মিনিটে অ্যারন রামসির পাস থেকে লাকাজেতের জোড়ালো শটে এগিয়ে যায় গানাররা। দুই মিনিট পরই দ্বিতীয় গোলটি করেন আউবামেয়াং। ফরাসি এই স্ট্রাইকারের গোলটিতেও অবদান রাখেন রামসি।

ছয় ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে আর্সেনাল। একই পয়েন্ট টেবিলের সবার ওপরে আছে লিভারপুল। তাদের পয়েন্ট ১৮। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। সমান পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে আছে চেলসি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।