ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফর্মেই আছে সালাহ: ক্লপ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
ফর্মেই আছে সালাহ: ক্লপ  শিষ্য সালাহ'কে আগলে রাখছেন ক্লপ-ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে গোলবারের সামনে দুর্বল ফর্ম দেখানো মিশরীয় তারকা মোহামেদ সালাহ’র পাশে ঢাল হিসেবে দাঁড়ালেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। বললেন, খেলোয়াড়দের জন্য বাজে সময়ে আসতেই পারে।

আগস্টের ২৫ তারিখে সর্বশেষ লিভারপুলের হয়ে গোলের দেখা পেয়েছেন সালাহ। ব্রাইটন অ্যান্ড হোভে আলবিয়নের বিপক্ষে ওই ম্যাচের পর থেকেই গোল খরায় ভুগছেন এই মিশরীয় ফরোয়ার্ড।

আর প্যারিস সেইন্ট জার্মেইয়ের বিপক্ষে ম্যাচে তো তার ভুলে পয়েন্টই খোয়াতে বসেছিল লিভারপুল। তবে গুরু ক্লপ তার শিষ্য সালাহ’র মাথা থেকে আশীর্বাদের হাত সরাচ্ছেন না।

'সালাহ দলের জন্য কাজ করার জন্য তৈরি এবং এটা স্বাভাবিক যে সে মাঝে মাঝে স্কোর করেনা। '

'সে সাম্প্রতিক সময়ে রক্ষণাত্বক পরিস্থিতিতে অসাধারণ খেলেছে। সে ভালো অবস্থায় আছে এবং শুধু গোল করাই সব নয়। '

'সে আগের মৌসুমের মতোই সময়ে নিচ্ছে। সে ফর্মেই আছে। '

শনিবার (২২ সেপ্টেম্বর) সাউদাম্পটনের বিপক্ষে নিজের কোচিং ক্যারিয়ারের ৬০০তম ম্যাচে দায়িত্ব পালন করবেন ক্লপ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।