ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নতুন চুক্তিতে আগুয়েরোর সাপ্তাহিক বেতন ২ কোটি ৪০ লাখ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
নতুন চুক্তিতে আগুয়েরোর সাপ্তাহিক বেতন ২ কোটি ৪০ লাখ! সার্জিও আগুয়েরো ম্যানচেস্টার সিটির সঙ্গে আরও এক বছরের নতুন চুক্তি করলেন-ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটির সর্বকালের সেরা গোলদাতা সার্জিও আগুয়েরো দলটির সঙ্গে আরও এক বছরের নতুন চুক্তি করলেন। ফলে তার সাবেক ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ তাকে ফের নিতে চাইলেও আর যাচ্ছেন না আর্জেন্টাইন এ তারকা।

গত বছরের নভেম্বরে এরিক ব্রুকের ৭৮ বছরের পুরোনো রেকর্ড ভেঙে সর্বোচ্চ গোলদাতা হওয়া আগুয়েরো অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগের এই দলটি ছাড়বেনই বা কেন? কেননা তার সঙ্গে ইতিহাদ স্টেডিয়ামের নতুন চুক্তিতে তিনি সাপ্তাহে বেতন হিসেবে পাবেন ২ লাখ ২০ হাজার পাউন্ড। বাংলাদেশি টাকায় যা, ২ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৫১১!

এই চুক্তির ফলে সিটিজেনদের হয়ে ২০২১ পর্যন্ত খেলবেন আগুয়েরো।

তারকা স্ট্রাইকার আগুয়েরো ম্যানসিটির হয়ে এখন পর্যন্ত সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৯৯টি ম্যাচ খেলেছেন। যেখানে গোল করেছেন ২০৪টি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।