ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ব্রাজিল দলে ফিরলেন মার্সেলো-জেসুস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
ব্রাজিল দলে ফিরলেন মার্সেলো-জেসুস ব্রাজিল দলে ফিরেছেন জেসুস-মার্সেলো

আগামী মাসে গ্লোবাল ট্যুরের অংশ হিসেবে সৌদি আরব ও আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। এই দুই ম্যাচের ব্রাজিল স্কোয়াডে ডাক পেয়েছেন রিয়াল মদ্রিদের ডিফেন্ডার মার্সেলো ও ম্যানসিটির স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। বাদ পড়েছেন থিয়াগো সিলভা, উইলিয়ান ও ডগলাস কস্তা।

গত মাসে বিশ্বকাপ পরবর্তী আন্তর্জাতিক ম্যাচগুলোতে মার্সেলো ও জেসুসকে স্কোয়াডের বাইরে রেখে নতুনদের জায়গা দিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। নতুন ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ইন্টার মিলানের ডিফেন্ডার মিরান্দা।

তার সঙ্গে ফিরেছেন ম্যানচেষ্টার সিটির দানিলো। সম্প্রতি পিতা হওয়া ব্রাজিলের নিয়মিত গোলরক্ষক এডারসনও ফিরেছেন।

সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র ও এল সালভেদরের বিপক্ষে গ্লোবাল ট্যুরের দুই ম্যাচের দলে ব্যক্তিগত কারণে অনুপস্থিত থাকা রেনাতো অগাস্তোও ফিরেছেন। এদিকে কোপা দো ব্রাজিলের ফাইনালে অংশ নেওয়া কোনো ফুটবলারকে আসন্ন দুই ম্যাচের দলে না রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

অন্যদিকে ফ্ল্যামেঙ্গোর দুই ফুটবলার হুগো এবং লুকাস পাকুইতা এবং ক্রুজেইরো ডিফেন্ডার দিদি’র জায়গা হয়নি তিতের দলে। বাদ পড়েছেন ফেলিপে (পোর্তো), ফিলিপে লুইস (অ্যাতলেটিকো মাদ্রিদ), আন্দ্রেস পেরেইরা (ম্যানচেস্টার ইউনাইটেড), থিয়াগো সিলভা (পিএসজি), উইলিয়ান (চেলসি)। সাম্প্রতিক সময়ে শৃঙ্খলাভঙ্গের দায়ে বাদ পড়েছেন জুভেন্টাসের ডগলাস কস্তা।

মূলত আসন্ন দুই ম্যাচে নতুনদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চলেছেন তিতে। তাইতো দলের মিডফিল্ড সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে অলিম্পিকে গোল্ড মেডেল জেতা ওয়ালেস। অন্যদিকে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন গ্র্যামিওর গোলরক্ষক ফেলিপে এবং বোর্ডেঅক্স ডিফেন্ডার পাবলো।

তিতের সিনিয়র দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বার্সার নতুন সেনসেশন ম্যালকম।  

আগামী ১২ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে এবং জেদ্দা’র কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।

ব্রাজিলের স্কোয়াড:

গোলরক্ষক: আলিসন, এদারসন, ফেলিপে।

সেন্টার-ব্যাক: মার্কুইনহোস, মিরান্দা, পাবলো।

ফুল-ব্যাক: অ্যালেক্স সান্দ্রো, দানিলো, এদের মিলিতাও, ফ্যাবিনহো, মার্সেলো।

মিডফিল্ডার: আর্থার, কাসেমিরো, ফ্রেদ, ফিলিপ্পে কুতিনহো, রেনাতো অগাস্তো, ওয়ালেস।

ফরোয়ার্ড: এভারতন, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, ম্যালকম, নেইমার, রিচার্লসন।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।