ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

লেবাননকে পাত্তাই দিল না বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
লেবাননকে পাত্তাই দিল না বাংলাদেশের মেয়েরা লেবাননের বিপক্ষে ৮-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেল বাংলাদেশের মেয়েরা-ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বের ম্যাচে লেবাননের বিপক্ষে ৮-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেল বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে টানা দুই ম্যাচে বড় জয় তুলে নিল মণিকা-আনুচিংরা। সেই সঙ্গে ৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে শীর্ষে আছে স্বাগতিকরা।

অথচ এই লেবাননকে কঠিন দল হিসেবে ভাবা হয়েছিল ম্যাচের আগে। কেননা বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের সঙ্গে তারাও বড় জয় পেয়েছিল।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হয়।

এদিন ম্যাচের প্রথমার্ধ বাংলাদেশ ৫-০ গোলে এগিয়ে ছিল। পরে বিরতির পর প্রতিপক্ষের জালে আরও ৩টি গোল করে বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা। দলের জয়ে তহুরা খাতুন, সাজেদা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র জোড়া গোল করেন। বাকি দুই গোল করেন আনাই মোগিনি ও রোজিনা আক্তার।

এর আগে বাহরাইনকে ১০-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।  

২১ সেপ্টেম্বর ‘এফ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।