ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মুন্সিগঞ্জে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
মুন্সিগঞ্জে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা

মুন্সিগঞ্জ: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মুন্সিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ১৭ সেপ্টেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

টুর্নামেন্টে মুন্সিগঞ্জ পৌরসভা, লৌহজং উপজেলা, শ্রীনগর উপজেলা, শ্রীনগর উপজেলা, সিরাজদিখান উপজেলা অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছে লৌহজং ও শ্রীনগর উপজেলা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এইচএম রকিব হায়দারের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। বিশেষ অতিথি ছিলেন- সরকারি হরগঙ্গা কলজের অধ্যক্ষ মো. আব্দুল হাই তালুকদার, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।