ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মতিহার চ্যাম্পিয়ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মতিহার চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দিচ্ছেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে চলমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ-১৭) সিটি করপোরেশন পর্যায়ের ফাইনাল খেলায় মতিহার থানা ২-০ গোলে শাহ মখদুম থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়।  বিজয়ী দলের পক্ষে যোহন লাকড়া ও কিসুয়াত আন্তিক একটি করে গোল করেন।

মতিহার থানার  রতন শ্রেষ্ঠ খেলোয়াড় ও শাহ মখদুম থানার লালন সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন।
 
খেলা শেষে চ্যাম্পিয়ন, রানারআপ ও শ্রেষ্ঠ খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতাদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নজরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডী, অতিরিক্ত সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী অনু, যুগ্ম-সম্পাদক খায়রুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মুহাম্মদ ওবায়দুল হক, নির্বাহী সদস্য এস এম আরিফ রতন, তৌফিকুর রহমান রতন, নজরুল ইসলাম সরকার, সামাউল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।