ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেরপুরে গোল্ডকাপে চ্যাম্পিয়ন বেতমারি-ঘুঘুরাকান্দি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
শেরপুরে গোল্ডকাপে চ্যাম্পিয়ন বেতমারি-ঘুঘুরাকান্দি শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শেরপুর: শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে এ খেলায় ২-১ গোলে চরমুচারিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়ন একাদশ।

বৃহস্পতিবার ( ১৩ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।  

খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও মেডেল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছানুয়ার হোসেন ছানু।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও নিলুফা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক, ডিএফএ সভাপতি মানিক দত্ত, ভাতশালা ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা।  

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চারটি ভেন্যুতে এ টুর্নামেন্টে ১৪ ইউনিয়নের ফুটবল দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘন্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।