ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জয়পুরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
জয়পুরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করছেন প্রধান অতিথি

জয়পুরহাট: জয়পুরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে এ খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। পাঁচ দিনব্যাপী শুর হওয়া এ খেলায় সদর উপজেলার নয়টি ইউনিয়নের ফুটবল দল অংশ নিচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদুল আলম লেবুসহ সদর উপজেলার নয়টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানরা।  

উদ্বোধনী খেলায় চকবরকত ইউনিয়ন একাদশকে ৪-১ গোলে পরাজিত করে ধলাহার ইউনিয়ন একাদশ

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।