ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

১৯ বছরের মেসি-রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
১৯ বছরের মেসি-রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পে ১৯ বছর বয়সেই মেসি-রোনালদোকে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে- ছবি: সংগৃহীত

খুব বেশিদিন আগের কথা নয়, সারা ফুটবলবিশ্বেই এই প্রশ্ন উদয় হয়েছিল যে লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর পর কার মাথায় শোভা পাবে সেরার মুকুট। জবাব প্রত্যাশিত সময়ের একটু আগেই দৃশ্যপটে হাজির। ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য এবং পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে হচ্ছেন সেই মুকুটের সম্ভাব্য উত্তরাধিকারী।

মাত্র ১৯ বছর বয়সেই তিনটি অসাধারণ রেকর্ড ভেঙে ফেলেছেন এমবাপ্পে। একই বয়সে মেসি কিংবা রোনালদোর অর্জনের দিকে চোখ বুলালে এমবাপ্পেকেই এগিয়ে রাখতে হবে।

এমনকি ক্লাবের (মোনাকো এবং পিসজি) হয়ে গোল করার ক্ষেত্রেও এই দুই মহাতারকাকে ছাড়িয়ে গেছেন ফরাসি স্ট্রাইকার।

ক্লাবের হয়ে গোল
কিলিয়ান এমবাপ্পে- ৫২ গোল
লিওনেল মেসি- ২৫ গোল
ক্রিস্টিয়ানো রোনালদো- ১৭ গোল

চ্যাম্পিয়নস লিগে গোল
কিলিয়ান এমবাপ্পে- ১০ গোল
লিওনেল মেসি- ২ গোল
ক্রিস্টিয়ানো রোনালদো- ০ গোল

এবং জাতীয় দলের হয়েও এই দুজনকে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে।

জাতীয় দলের হয়ে গোল
কিলিয়ান এমবাপ্পে- ৯ গোল
ক্রিস্টিয়ানো রোনালদো- ৭ গোল
লিওনেল মেসি- ৪ গোল

আর সর্বশেষ ২০১৮ সালের বিশ্বকাপ জেতায় মেসি ও রোনালদোকে অনেকটা পেছনে ফেলে দিয়েছেন এমবাপ্পে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।