ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বাংলাদেশকে হারানো নেপালকে উড়িয়ে দিল মালদ্বীপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
বাংলাদেশকে হারানো নেপালকে উড়িয়ে দিল মালদ্বীপ গোলের পর উচ্ছ্বসিত মালদ্বীপ দল-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে পা রেখেছে মালদ্বীপ। অথচ এই নেপালের কাছেই গ্রুপ পর্বে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। যেখানে গ্রুপে ভুটান ও পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছিল লাল-সবুজের দল।

বুধবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় গ্রুপ ‘এ’র শীর্ষ দল নেপাল এবং গ্রুপ ‘বি’র রানার্স আপ মালদ্বীপ। বজ্র ও বৃষ্টিপাতের কারণে খেলা শুরু হওয়ার ২৭ মিনিট পরেই খেলায় সাময়িক বিরতি দেন রেফারিরা।

প্রায় ২০ মিনিট পর আবার মাঠে নামেন দুই দলের খেলোয়াড়েরা।

ম্যাচে বৃষ্টি বাগড়া দেওয়ার আগেই অবশ্য ১-০ গোলে এগিয়ে গিয়েছিল মালদ্বীপ। ম্যাচের ৯ মিনিটেই ফ্রি কিক থেকে গোল করে মালদ্বীপকে এগিয়ে দেন ডিফেন্ডার আকরাম আব্দুল ঘানী। এরপর সাময়িক বিরতি শেষে আবার মাঠে নামার পর খেলায় ফেরার চেষ্টা করে নেপাল। কিন্তু নেপালের সব প্রচেষ্টাই মালদ্বীপের রক্ষণে প্রতিহত হয়।

ম্যাচের এক মুহূর্তে দুই খেলোয়াড়ের বল দখলের লড়াই-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমম্যাচের ৮৪ মিনিটে নেপালের জালে দলের হয়ে দ্বিতীয় গোল করেন মালদ্বীপের মিডফিল্ডার ইব্রাহীম ওয়াহিদ হাসান। দুই মিনিট পরেই ব্যবধান তিনগুণ করা গোলটিও তার পা থেকেই আসে। আগের গোলটি তার একক প্রচেষ্টায় এলেও পরের গোলটিতে সহায়তা করেন আবদুল্লা আসাদুল্লা। শেষ মুহূর্তে ফরোয়ার্ড বিমল ঘার্তি মাগার ব্যবধান কমানোর চেষ্টা করলেও  শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় নেপালকে।

এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের চলতি আসরের ফাইনালে উঠেছে মালদ্বীপ।

দিনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচে জয়ী দলের বিপক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর ফাইনালে মোকাবেলা করবে মালদ্বীপ।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।