ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ঠাকুরগাঁও জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন দিনাজপুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
ঠাকুরগাঁও জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন দিনাজপুর ঠাকুরগাঁও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা প্রশাসক সপ্তম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ট্রাইব্রেকারে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থাকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা। 

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জিলা স্কুল বড় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক (ডিসি) আক্তারুজ্জামানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জয়নুল বারী, বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) নির্বাহী পরিচালক ড. শহীদুজ্জামান, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সপ্তম ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট খেলায় অংশ নেয় রংপুর বিভাগের ৮ জেলা।  

এ খেলায় সার্বিক সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।