ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সাবেক ফুটবলার আমিনুল আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
সাবেক ফুটবলার আমিনুল আটক আমিনুল হক

ঢাকা: বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ঘটনাস্থল থেকে জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বিকেলে হাইকোর্ট এলাকা থেকে তাকে আটক করে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বাংলানিউজকে জানান, খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে দলটির নেতাকর্মীরা সুপ্রিম কোর্টের সামনের সড়ক অবরোধ করেন।

পরে তাদের সরিয়ে দিতে গেলে বঙ্গবাজার এলাকায় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থল থেকে আমিনুলসহ কয়েকজনকে আটক করা হয়। বর্তমানে তাকে শাহবাগ থানায় রাখা হয়েছে।

আমিনুল হক বিএনপির ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বাংলানিউজকে জানান, খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে বঙ্গবাজারে পুলিশের একটি মোটরসাইকেলে আগুন ও কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এসময় অন্তত ১৫জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।