ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

প্রতিশোধের ম্যাচে জিতলো আরামবাগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
প্রতিশোধের ম্যাচে জিতলো আরামবাগ ছবি: সংগৃহীত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। লিগের প্রথম পর্বে একই ব্যবধানে হারিয়েছিল মুক্তিযোদ্ধা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে রোববার (৩ ডিসেম্বর) ম্যাচের প্রথমার্ধেই গোল দুটি হয়। আরামবাগের হয়ে গোল দুটি করেন সোহেল রানা এবং রাজন মিয়া।

চতুর্থ মিনিটেই লিড নেয় আরামবাগ। সোহেলের জোরালো শটে ১-০ গোলে এগিয়ে যায় দলটি। তিন মিনিট পর মুক্তিযোদ্ধাকে ২-০ তে পিছিয়ে দেয় আরামবাগ। মাহবুবুর রহমান সুফিলের বাড়ানো বলে জোরালো ভলি করেন রাজন। তাতে মুক্তিযোদ্ধার জালে বল জড়ায়।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় মুক্তিযোদ্ধা, গোলের দেখা পায়নি আরামবাগও।

লিগে দশম হার নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা। ১৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে একাদশ স্থানে আছে দলটি। অপরদিকে, চতুর্থ জয় পাওয়া আরামবাগ ১৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ৩ ডিসেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।