ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

গোপালগঞ্জে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
গোপালগঞ্জে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু এসএম মডেল গভমেন্ট হাইস্কুল ও শেখ রাসেল উচ্চ বিদ্যালয় দলের খেলার একটি দৃশ্য। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে মাদক বিরোধী আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার এ খেলার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম সাকিব হোসেন, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা প্রমুখ।

উদ্বোধনী খেলায় এসএম মডেল গভমেন্ট হাইস্কুল ১-০ গোলে শেখ রাসেল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় জেলার ৮টি হাইস্কুল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।