ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শীর্ষস্থান মজবুত করতে চায় বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
শীর্ষস্থান মজবুত করতে চায় বার্সা ছবি:সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আবারও শুরু হচ্ছে ক্লাবের খেলা। যেখানে লা লিগার ম্যাচে লেগানসের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। পাশাপাশি এ ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষস্থানও মজবুত করতে চায় ‍আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা।

শনিবার লেগানসের মাঠ স্তাদিও মিউনিসিপাল ডি বুটারকুতে আতিথিয়েতা নিতে যাবে বার্সা। বাংলাদেশ সময় ম্যাচটি রাত সোয়া ৯টায় অনুষ্ঠিত হবে।

গত মৌসুমে লিগ শিরোপা বঞ্চিত বার্সা এবার নতুন কোচের অধীনে দুর্দান্ত ভাবেই শুরু করেছে। প্রথম ১১ ম্যাচের ১০টিতে জয় তুলে নিয়েছে। বাকি ম্যাচ ড্র। দ্বিতীয় অবস্থানে থাকা ভ্যালেন্সিয়া থেকে চার পয়েন্ট এগিয়ে ৩১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে দলটি।

বার্সার সেরা তারকা লিওনেল মেসিও এ মৌসুমে অসাধারণ ফর্মে রয়েছেন। ১১ ম্যাচে তিনি ১২টি গোল তুলে নিয়েছেন। যেখানে তার আশেপাশেও কেউ নেই। আর সমর্থকদের আশা এ ম্যাচেও জ্বলে উঠবেন আর্জেন্টাইন অধিনায়ক।  

অন্যদিকে লিগে নবম অবস্থানে রয়েছে লেগানস। ১১ ম্যাচে পাঁচ জয়, চারটি হার ও দুটি ড্রতে ১৭ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।