ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জয়পুরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
জয়পুরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল জয়পুরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল

জয়পুরহাট: জয়পুরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০১৬-১৭-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থা এ খেলার আয়োজন করে।

ফাইনালে জয়পুরহাট জেলা দল ও পাবনা জেলা দলের মধ্যে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে জয়পুরহাট জেলা দল জয়ী হয়। খেলা শেষে জেলা প্রশাসক মো. মোকাম্মেল হক বিজয়ী দলের হাতে স্বর্ণকাপ তুলে দেন।  

এর আগে সমাপনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।