ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সুয়ারেজকে নাপোলির কাছে বিক্রির পায়তারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
সুয়ারেজকে নাপোলির কাছে বিক্রির পায়তারা ছবি:সংগৃহীত

বার্সেলোনার মতো ক্লাবে খেলার ইচ্ছে থাকে প্রায় প্রতিটি ফুটবলারের। এখানে যারা সুযোগ পান তারা পুরো ক্যারিয়ার জুড়েই খেলতে চান। এমনিভাবে বার্সা ছাড়ার কোনো ইচ্ছেই নেই ডেনিস সুয়ারেজের। তবে তিনি মনে করেন, তাকে বিক্রি করতে উঠে-পড়ে লেগেছে ক্লাব।

চলতি মৌসুমে আরনেস্টো ভালভার্ডের অধীনে মাত্র দুটি ম্যাচ খেলেছেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার সুয়ারেজ। তবে বিভিন্ন সূত্রে জানা যায়, আগামী জানুয়ারিতে ইতালিয়ান ক্লাব নাপোলির কাছে সুয়ারেজকে বিক্রি করে দেওয়া হবে।

এক সাক্ষাতকারে সুয়ারেজ বলেন, ‘আমার স্বপ্ন বার্সেলোনায় অনেক বছর খেলবো। ক্লাব ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। আমার মনে হয় দলের প্রতিনিধিরা আমাকে বিক্রির জন্য কাজ করছে। তবে এমন ব্যাপারে আমার ইচ্ছে নেই। ’

বার্সার ‘বি’ দল থেকে আরও দুটি ক্লাব ঘুরে ২০১৬ সালে মূল দলে যোগ দেন সুয়ারেজ। এখন পর্যন্ত ৩২ ম্যাচে তিনটি গোল করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।