ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

টানা দ্বিতীয়বার বর্ষসেরা রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
টানা দ্বিতীয়বার বর্ষসেরা রোনালদো ছবি:সংগৃহীত

গত মৌসুমটা স্বপ্নের মতোই কেটেছিলো ক্রিস্টিয়ানো রোনালদোর। যার ফল হিসেবে এবার একের পর এক বর্ষসেরার পুরস্কার ঘরে তুলছেন রিয়াল মাদ্রিদ তারকা। সম্প্রতি গোল ডটকমের ৩৭টি ব্যুরোর সাংবাদিকদের ভোটে বিশ্বসেরা ৫০জন ফুটবলারের তালিকা প্রকাশিত হয়েছে। 

এ তালিকায় শীর্ষে থেকে টানা দ্বিতীয়বার বর্ষসেরা ফুটবলারের সম্মান পেয়েছেন রোনালদো। মোট পাঁচবার পুরস্কারটি জিতলেন তিনি।

গোল মেশিন এই পর্তুগিজ স্ট্রাইকার গত মৌসুমে রিয়ালের স্প্যানিশ লা লিগা খেতাব জয়ে দুর্দান্ত ভূমিকা রাখেন। ২৯টি ম্যাচে তার গোলসংখ্যা ছিল ২৫টি।  

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ব্যাক টু ব্যাক হ্যাটট্রিক করেন সিআর সেভেন। তার হ্যাটট্রিকই উড়িয়ে দেয় বায়ার্ন মিউনিখ ও অ্যাতলেটিকো মাদ্রিদকে। এরপর ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে রোনালদোর জোড়া গোল রিয়াল মাদ্রিদকে দ্বাদশবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন করে। গত মৌসুমে রিয়ালের সাফল্যের নেপথ্যে সবচেয়ে বড় অবদানই ছিল তার।  

রোনাল্ডোর পর বিশ্বসেরা ফুটবলারদের তালিকায় ক্রমান্বয়ে স্থান পেয়েছেন জিয়ানলুইজি বুফন, লুকা মদরিচ, লিওনেল মেসি, সার্জিও রামোস, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, এনগোলো কান্তে, পাওলো দিবালা, টনি ক্রুস, মার্সেলো, এডেন হ্যাজার্ড, ইসকো, দানি আলভেস, লিওনার্দো বোনুচ্চি, থিয়াগো আলকান্ত্রা, হ্যারি কেন, পিয়েরে এমরিক আবামেয়াং, রবার্ট লেভান্ডভস্কি ও লুইস সুয়ারেজ।

রোনালদো ২০০৯ সালে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে আসার পর রিয়াল মাদ্রিদ তিনবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছে। গত আট মৌসুমে মোট ১৪টি ট্রফি রিয়ালকে জিতিয়েছেন তিনি।

এরই মধ্যে প্রশ্ন উঠে গেছে রোনালদোই কি রিয়াল মাদ্রিদ ক্লাবের গৌরবোজ্জ্বল ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার? আজকের প্রজন্মের কাছে রিয়ালের সর্বকালের সেরা রোনালদোই। তবে বয়স্ক সমর্থকরা নিঃসন্দেহে এগিয়ে রাখবেন রিয়ালের কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোকে। ১৯৫৬ থেকে ১৯৬০ সালের মধ্যে টানা পাঁচবার রিয়াল মাদ্রিদকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন করার নেপথ্যে বিশাল ভূমিকা রেখেছিলেন স্টেফানো

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।