ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসি খেলছেন না নাইজেরিয়ার বিপক্ষে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
মেসি খেলছেন না নাইজেরিয়ার বিপক্ষে ছবি:সংগৃহীত

বিশ্বকাপ প্রস্তুতি জয় দিয়েই শুরু করেছে অর্জেন্টিনা। বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়ার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি। যেখানে নেতৃত্বে ছিলেন দলের সেরা তারকা লিওনেল মেসি। তবে নাইজেরিয়ার বিপক্ষে আগামী মঙ্গলবারের প্রীতি ম্যাচে খেলবেন না তিনি।

জানা যায়, বার্সেলোনায় ফিরে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপের কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে মস্কোতে রাশিয়ার বিপক্ষে নামে আর্জেন্টিনা।

আর ম্যাচে সার্জিও আগুয়েরোর একমাত্র গোলে ১-০ ব্যবধানের জয় পায় জর্জ সাম্পাওলির শিষ্যরা।

ম্যাচের পুরো ৯০ মিনিট খেলা মেসির ব্যাপারে দলের অফিসিয়াল টুইটারে তার স্পেনে ফিরে যাওয়ার খবর জানানো হয়। এও জানানো হয় তিনি কোনো চোট পাননি। তবে ঠিক কি কারণে ফিরছেন তা জানানো হয়নি।

কিন্তু ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সতীর্থদের উদ্দেশে মেসি বলেন, ‘বাস্তবতা হলো, আর বেশি সময় বাকি নেই। তাই আমরা যখনই একসঙ্গে হই তখনই সময়টা ভালোভাবে কাজে লাগাতে হবে। ’

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।