ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে আমির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে আমির

ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার ওয়াসিমের একদিন পর ফের অবসরের ঘোষণা দিলেন আমিরও।

দুজনই পাকিস্তানের জার্সিতে সবশেষ খেলেছিলেন জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির লিখেন, ‘এই সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিল না, তবে অনিবার্য ছিল। আমার মনে হয়েছে, পরবর্তী প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়ার এটাই সঠিক সময়, যারা পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ’

‘দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য সম্মানের। যা চিরকাল রয়ে যাবে। সব কিছুর জন্য পিসিবিকে ধন্যবাদ। সেই সঙ্গে আমার পরিবার, বন্ধু-বান্ধবসহ যারা আমাকে অবিরামভাবে ভালোবেসে এবং সমর্থন দিয়েছে তাদেরও। ’

২০০৯ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়া আমির ৩৬ টেস্টে ১১৯, ৬১ ওয়ানডেতে ৮১ ও  ৬২ টি-টোয়েন্টিতে ৭১ উইকেট নিয়েছেন। মাঝখানে অবশ্য ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষিদ্ধ ছিলেন বাঁহাতি এই পেসার। ২০২০ সালের শেষ দিকে টিম ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ প্রকাশ করে অবসর নিয়েছিলেন তিনি। আবার পাকিস্তান দলে ফিরে আসেন গত এপ্রিলে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।