ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এক ফ্রেমে নেইমার-বালোতেল্লি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
এক ফ্রেমে নেইমার-বালোতেল্লি ছবি:সংগৃহীত

ফ্রেঞ্চ লিগ ওয়ানে খেলেন নেইমার। একই লিগে ভিন্ন দলের স্ট্রাইকার মারিও বালোতেল্লি। তবে প্যারিস সেন্ট জার্মেই তারকা নেইমারের সঙ্গে দেখা করতে ছুটে গেলেন ফুটবলের ব্যাডবয় খ্যাত বালোতেল্লি। নিজের ইন্সটাগ্রাম পেজে দু’জনের একটি ছবি পোস্ট করেন বালোতেল্লি।

বালোতেল্লি এই ছবিটি পোস্ট করেছেন, এ সময় আবার নেইমার ব্যস্ত জাতীয় দল ব্রাজিল নিয়ে। যেখানে ফ্রান্সেই জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে লড়বে তিতের শিষ্যরা।

এ ম্যাচের আগে পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে অনুশীলনও শুরু করে দিয়েছে সেলেকাওরা।

শুক্রবার লিলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান।

২০১৬ সালে লিগ ওয়ানের দল নিসে যোগ দিয়ে দুর্দান্ত খেলছেন বালোতেল্লি। গত মৌসুমে অসাধারণ খেলার পর এ মৌসুমে ইতোমধ্যে ছয়টি গোল করেছেন ইতালিয়ান এ স্ট্রাইকার। অন্যদিকে ফর্মের তুঙ্গে রয়েছেন নেইমার। বার্সেলোনা থেকে পিএসজিতে রেকর্ড দামে এসে এখন পর্যন্ত পিএসজির হয়ে করেছেন সাত গোল, আর পাঁচ গোলে সহায়তা করেছেন।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ০৯ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।